Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে জমি দখলে রাখতে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

রূপগঞ্জে জমি দখলে রাখতে প্রকৃত মালিককে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বাদী। হুমকির পর থেকেই আতঙ্কে রয়েছেন জমির মালিক। উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ (হারিন্দা) এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ডিআইজি, জেলা পুলিশ সুপার ও রূপগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী।

জানা গেছে, রূপগঞ্জ ইউনিয়নের হারিন্দা এলাকার মৃত আব্দুল মবিনের ছোট ছেলে ইমরান হোসেন ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি হারিন্দা নয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর তীর থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। ওই লাশ ইমরান হোসেনের দাবি করে তার বড় ভাই মোস্তফা মিয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এখনো মামলাটির তদন্ত চলছে। অভিযোগ উঠেছে, জমি দখল থেকে শুরু করে কারো সঙ্গে ঝগড়াঝাটি বা কিছু হলেই মামলার বাদী মোস্তফা মিয়া ইমরান হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকেন। এতে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
ভুক্তভোগী আমিন মোহাম্মদ হেলালি জানান, তিনি আশালয় হাউজিং ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জাঙ্গির, পিতলগঞ্জ, মোগলান ও গুতিয়াবো মৌজায় জমি ক্রয় করে কোম্পানিটি প্লট বানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের কাছে বিক্রি করে। জাঙ্গীর মৌজায় আরএস ৬৫৮ দাগে যতটুকু জমি পেতেন এর পুরো অংশ মৃত আব্দুল মবিন জীবিত থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। বর্তমানে কোম্পানির ক্রয়কৃত ৯০ শতাংশ জমি তার দুই ছেলে ফারুক মিয়া ও মোস্তফা মিয়া দখলে রেখেছেন।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হলেও তারা হাজির হননি। আমিন মোহাম্মদ হেলালি হাজির হয়েছেন। আর জমিতে গেলে আমিন মোহাম্মদ হেলালিসহ কোম্পানির লোকজনকে ইমরান হত্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেন মামলার বাদী মোস্তফা মিয়া ও তার ভাই ফারুক মিয়া।
মোস্তফা মিয়া বলেন, হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকির বিষয়টি মিথ্যা ও বানোয়াট। জমিই আমাদের দখলে রয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ