Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

ঢাকার ধামরাইয়ের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কেলিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে গত দুইদিনেও লাশের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় ভুট্টা ক্ষেতে এ যুবতীর (২৪)মৃত দেহ দেখতে পায় এলাকার লোকজন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গতকাল সকালে লাশের ময়না তদন্তের জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশেই একটি ব্যাগে বিষের বোতল বিস্কুটও কিছু কীটনাশক দ্রব্য পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে ধামরাই থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ