Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ বাড়িতে ব্যবসায়ীকে হত্যা

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

পঞ্চগড়ে নিজ ঘর থেকে গোলাম আজম (৫৩) নামে এক পাথর-বালি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে ধাক্কামারা ইউনিয় পরিষদ সংলগ্ন ঘাটিয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গোলাম আজম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ছেলে বাঁধন ও স্ত্রী বন্যাকে আটক করেন।
জানা যায়, শনিবার মাগরিবের আজানের পরে মেয়ে পিংকির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে দেখে মূল ফটক বন্ধ। পরে বাইরের দেয়াল টপকে ভেতরে গিয়ে দেখেন স্ত্রী স্বামীর রক্তাক্ত অবস্থায় লাশের পাশে কান্না করছে। মাথার বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তির মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় এ ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে এসে তদন্ত করছেন। রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ