রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চুয়াডাঙ্গায় নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে এলজিইডির উইকেয়ার প্রকল্প। প্রকল্পটির মাধ্যমে নিয়োগ পাওয়া হতদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্ত শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নসহ আর্থ সামাজিক উন্নয়ন ঘটছে। দেশের পশ্চিম অঞ্চলের একটি আঞ্চলিক পরিবহন করিডোর উন্নয়নের মাধ্যমে কার্যকর, নিরাপদ এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কাজ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় ৪টি প্যাকেজের মাধ্যমে ১২০ দশমিক ২৮ কিলোমিটার রাস্তা উন্নয়নের প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গা এজিইডির নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা জানান, বিশ্ব ব্যাংকের সহায়তায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে উইকেয়ার প্রকল্পটির মাঠ পর্যায়ে কাজ শুরু হয়। এরই মধ্যে সদর উপজেলায় ৬টি রাস্তার ২৫ দশমিক ২৩ কিলোমিটার, আলমডাঙ্গা উপজেলায় ৪টি রাস্তা ৩৩ দশমিক ৫৫ কিলোমিটার, দামুড়হুদা উপজেলায় ৫টি রাস্তা ৪৪ দশমিক ৭৬ কিলোমিটার এবং জীবননগর উপজেলায় ২টি রাস্তা ১৬ দশমিক ৭৪ কিলোমিটার কাজ হবে।
তিনি আরো বলেন, প্রকল্পটি সড়ক ও বাজার উন্নয়নে (লেবার কন্ট্রাকটিং সোসাইটি) চুক্তিবদ্ধ শ্রমিক সদস্যদের আয় বাড়ানো কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে তাদের উইকেয়ার প্রকল্পে সম্পৃক্ত করা হয়েছে। এলজিইডি চুয়াডাঙ্গা জেলায় ২১১ জন নারী ও ৫ জন পুরুষ সদস্যের সমন্বয়ে জেলার ৪টি উপজেলায় ২৪টি প্যাকেজে ১৭৩ দশমিক ৭ কিলোমিটার পাকা রাস্তা এবং ৯ টি গ্রোথ সেন্টার রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে। এ প্রকল্পের লেবার কন্ট্রাকটিং সোসাইটির শ্রমিকদের পারিশ্রমিকের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ৪ হাজার টাকা। এ ব্যয়ের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪০ দশমিক ৭৪ কিলোমিটার পাকা রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন শ্রমিক, আলমডাঙ্গা উপজেলায় ৫২ দশমিক ৩০ কিলোমিটার পাকা রাস্তার জন্য ৪৪ জন, দামুড়হুদা উপজেলায় ৫৯ দশমিক ৮৪ কিলোমিটার পাকা রাস্তার জন্য ৬৩ জন ও জীবননগর উপজেলায় ২০ দশমিক ১৯ কিলোমিটার পাকা রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য ২৪ জন এবং বাজার উন্নয়নে জন্য ৪৫ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। ওই শ্রমিকদের প্রত্যককে দৈনিক ৩০০ টাকা মজুরিতে কাজ করানো এবং মজুরির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা জানান, প্রকল্পটির মাধ্যমে নিয়োগ পাওয়া হতদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্ত শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নসহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে। এরফলে দ্রুত টেকসই উন্নয়নের সুফল ভোগ করবে এ জেলার জনসাধারণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।