Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজে ছাত্রদের দু’গ্রুপে সংঘর্ষ

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা মডেল কলেজে ছাত্রদের দু›গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত। গত শনিবার দুপুরে বেলকুচি মডেল কলেজ চত্বরে বেলকুচি সাধারণ ছাত্র দু›গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এক পক্ষ বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের ছোট ভাই সাব্বির আহমেদসহ তিন জন ও অপর পক্ষ বেলকুচি উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোখলেসুর রহমান রতনের সহযোদ্ধা ছাত্রলীগ কর্মী আসিফসহ ৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ বলেন, আমার ছোট ভাই সাব্বির আহমেদ তার বন্ধুদের সাথে নিয়ে কলেজে গেলে রতনের নেতৃত্বে পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বেলকুচি উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোখলেসুর রহমান রতন জানায়, ঘটনাস্থলে আমি ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগ উঠায় ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারি, দীর্ঘদিন হলো বেলকুচি মডেল কলেজে সাব্বির আহমেদের নেতৃত্বে মেয়েদের ইভটিজিং করে আসছে, সাধারণ ছাত্ররা তারই প্রতিবাদ করায় সংবদ্ধভাবে সাব্বির অস্ত্রসস্ত্র নিয়ে বেলকুচি মডেল কলেজ ছাত্রদের ওপরে হামলা চালাতে গেলে সাধারণ ছাত্ররা তাদের ওপড় ক্ষিপ্ত হলে সংঘর্ষ হয়। এ বিষয়ে বেলকুচি মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নান বলেন, আমি ভর্তির কাজে ব্যস্ত ছিলাম। ডাকাডাকির শব্দ শুনে বের হয়ে দেখি কিছু ছেলেরা দৌড়াদৌড়ি করছে। দুই পক্ষের কোন পক্ষই আমাদের কলেজের ছাত্র না।
বেলকুচি থানা ওসি গোলাম মোস্তফা জানান, মারামারি কথা শুনে ঘটনাস্থলে যাই এবং আহতদের দেখতে বেলকুচি সদর হাসপাতাল পরিদর্শন করি। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ