রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ঘুষ নিয়ে কয়েকজন জুয়াড়িকে ছেড়ে দেয়ার অভিযোগে থানা পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই)কে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া দুই উপসহকারী পুলিশ কর্মকর্তা হলেন (এএসআই) মনির হোসেন ও (এএসআই) মো. রেজাউল। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ভাওড়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যান এএসআই মনির ও রেজাউল। সেখানে সোর্সের মাধ্যমে ভাওড়া চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসছে বলে জানাতে পারেন। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েক জুয়ারিকে আটক করেন তারা।
অভিযোগ উঠে আটকের পর ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে থানা পুলিশ তদন্তে নামে। পরে তদন্তে সত্যতা পেলে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে ৩ মার্চ মির্জাপুর থানা থেকে ক্লোজড (প্রত্যাহার) করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে ক্লোজড (প্রত্যাহার) করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।