রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তেল বিক্রিতে প্রতারণা
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় একটি অসাধু চক্র সংরক্ষিত পুরাতন বোতলের গায়ে সাঁটানো মূল্য তালিকা ঘষামাজা করে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে বলে অভিযোগ উঠছে। জনস্বার্থে অসাধু চক্রটিকে জরিমানা করলেও থেমে নেই এই ধরণের প্রতারণার। গত শনিবার দুপুরে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা শাখার সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় ঘষামাজা করে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে নূর স্টোরকে ১০ হাজার টাকা, কাঁচামাল বিক্রেতা নুর জামালকে ১ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অসাধু ব্যবসায়ীদের সতর্কবার্তা জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে আমাদের এ তদারকি অভিযান আরো কঠোর হবে।
চক্ষুসেবার কর্মশালা
ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চিকিৎসা সেবামূলক কার্যক্রম প্রচার-প্রচারণা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ গ্লোবাল) নামে একটি আন্তর্জাতিক এবং বেসরকারি গবেষণা ও সেবাধর্মী প্রতিষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম। বক্তব্য রাখেন- ভূঞাপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবাসহ শূন্য থেকে ১৮ বছর বয়সীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন বক্তারা।
আসামি আটক
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা
বিশেষ অভিযান চালিয়ে গত শনিবার দিনগত রাতে পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। আটক আসামিকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্ররন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই জাহেদুল আলম, এসআই আশরাফ, এসআই ওমরা খান, এএসআই মামুনুর রসিদ ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার ভোর রাত প্রায় তিনটায় দেবতাছড়ি এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তুষার তনচংগ্যা, পিতা-খোকন তনচংগ্যা, গ্রাম- দক্ষিণ দেবতাছড়ি, কাপ্তাই, রাঙামাটিকে আটক করতে সক্ষম হয়। আসামিকে গতকাল রাঙামাটি জেলার বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।