Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্রি বন্ধ উইন্ডোজ ৭ ও ৮

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ বিক্রি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম । ফলে এখন আর নতুন পিসির সাথে এই দুটি অপারেটিং সিস্টেম কেনা যাবে না। ফোর্বস জানিয়েছে, এই দুটি অপারেটিং সিস্টেম এখন থেকে আর বিক্রেতা কিংবা ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে সরবরাহ করবে না মাইক্রোসফট। এসব প্রতিষ্ঠানের মধ্যে পিসি নির্মাতা ডেল, তোশিবার মতো কোম্পানি রয়েছে, যারা পিসির সাথে আগে থেকেই উইন্ডোজ ইনস্টল করে দেয়। ২০০৯ সালে বাজারে আসার উইন্ডোজ ৭ প্রায় ৭ বছর ও উইন্ডোজ ৮/৮.১ প্রায় ৪ বছর বাজারে বিক্রি হয়েছে। ২০২০ ও ২০২৩ সাল পর্যন্ত যথাক্রমে অপারেটিং সিস্টেম দুটির সহায়তা আপডেট দেওয়া হলেও নতুনভাবে বিক্রি না হওয়ায় সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ বিক্রি হু হু করে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স লিপন দাস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্রি বন্ধ উইন্ডোজ ৭ ও ৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ