Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ-পরীমনির ‘গুণিন’ মুক্তি পাচ্ছে ১১ মার্চ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৭:১৭ পিএম

অবশেষে মুক্তি পাচ্ছে রাজ-পরীমনি অভিনিত সিনেমা ‘গুণিন’। এই সিনেমাটি রাজ এবং পরীমনি’র জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি সিনেমা কারণ এই সিনেমার মাধ্যমেই তাদের পরিচয় প্রেম–প্রণয় এবং পরিণতিতে বিয়ে। আগামী ১১ মার্চ সারাদেশের সব সিনেকপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘অবশেষে ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি।’’

তিনি বলেন, ‘আগামী ১১ মার্চ সারাদেশে সিনেকপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হবে ‘গুণিন’ সিনেমা। এরপর ধীরে ধীরে যেসব সিনেমা হল ভালো সেই সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। আমাকে এইটা জানানো হয়েছে গুণিন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।’

সিনেমাটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুণিন’ সিনেমা নির্মাণ করেছি। সিনেমাটির গল্প অসাধারণ। আমি আর কোনো কিছু বলতে চাইছি না। আশা করছি দর্শক সিনেকপ্লেক্সগুলোতে গিয়ে নতুন একটা গল্প দেখতে পাবেন।’

‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

সিনেমাটির মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ