বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ফারাক্কার শ্রোতের কারণে চাঁপাইনবাবগঞ্জসহ ভাটি এলাকার নদী গুলোতে তীব্র ভাঙন হচ্ছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।
রোববার (৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবি এলাকা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে এমন মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
জাহিদ ফারুক বলেন, বর্ষার সময় ভারতের ফারাক্কার সব করি গেট খুলে দেয়া হয়। ফলে পানির স্রোতের ধাক্কাটি গোয়ালডুবি এলাকায় লাগে। তাই এসব এলাকায় ভাঙন বেশি হচ্ছে।
জিও ব্যাগ দিয়ে পদ্মা নদীর তীরে ভাঙন রোধ করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। তীর রক্ষা বাঁধেও ফাটল ধরেছে। নদীতে এমন চিত্র দেখে প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে যে প্রকল্পটি চলমান ছিলো তা জলবায়ু পরিবর্তনের কারণে ভেঙ্গে গেছে। সরজমিনে এসে দেখে গেলাম, খুব শিগগির ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ আরও অনেকে।
গোয়ালডুবি থেকে এসে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে রাবার ড্যাম কাজের উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।