Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মান সম্মত শিক্ষা ছাড়া উন্নত জাতী হওয়া সম্ভব নয় - এম পি শাওন।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৪:৩০ পিএম

মান সম্মত শিক্ষা ছাড়া উন্নত জাতী হওয়া সম্ভব নয়। গতকাল রোববার সকাল ১১ টায় হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের "নবীন বরণ-২০২২" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এসব কথা বলেন উক্ত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি আরো বলেন শিক্ষা ছাড়া কোন উন্নত হতে পারে না। তাই মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি প্রতি বাজেটে শিক্ষার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে বেশী বরাধ্ব দিয়ে থাকেন। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক জনাব মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ,তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান দুলাল মিয়া, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জাহিদুল ইসলাম,ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। ভোলা জেলার সাংবাদিকবৃন্দ।
এ সময় নবীনদের ফুল দিয়ে বরন করে প্রত্যেক ছাত্র ছাত্রীদের কলেজ ড্রেস,ব্যাগ,বই বিতরন করা হয়ে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ