Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহর ওলীদের দৃষ্টি অনেক প্রকট

ছাগলনাইয়ায় মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাত : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী ছারছীনা পীর সাহেবের স্মৃতিচারণ করে বলেছেন, ছারছীনার মরহুম পীর সাহেব মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব এরশাদ সাহেবের শাসনামলে যখন তিনি জমিয়াতুল মোদার্রেছীনকে ভেঙে দিয়ে তখনকার একজন ধর্ম প্রতিমন্ত্রীকে সভাপতি করে জমিয়াতুল মোদার্রেছীন গঠন করলেন। তখন আমাদের ৫১ জনকে নিয়ে এরশাদ সাহেবের বাসভবনে গেলেন। সেখানে তিনি রীতিমতো তাকে ধমক দেন। সেখানে তার নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসলে এরশাদ সাহেব তাদের বারণ করে বলতে থাকেন ইনি আমার বাবার মতো। আরেকটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সদর ঘাটে ছারছীনা দরবার শরীফের খানকাহ ছিলো। তখন কাজী জাফর সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। মুফতি ওয়াক্কাস সাহেব ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। তখন তার কাছে গেলেন ছারছীনা পীর সাহেব হুজুর। মুফতি আক্কাস সাহেবকে হুজুর বলতে লাগলেন, এখন তো নিশান লাগানো গাড়িতে ঘুরেন। এক সময় রিকশাও পাবেন না আলেমদের সাথে ফেসাদ করার জন্যে। পরবর্তীতে এমনটাই ঘটেছিল সেই প্রতিমন্ত্রীর সাথে। গতকাল শনিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার বাগানবাড়ির খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসার উদ্যোগে মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লাহর ওলীদের দৃষ্টি অনেক প্রকট। তারা অনেক দূর দেখেন উল্লেখ করে তিনি বলেন, জামিয়া আহমদিয়া মাদরাসায় ১৯৯১ সালে আমি প্রথম গিয়েছিলাম জালাল উদ্দিন আল কাদেরী সাহেব ছিলেন তখন অত্র মাদরাসার প্রিন্সিপাল। সেখানেও একটি দরবার কেন্দ্রিক তারা মাদরাসাটিকে গড়ে তুলেছেন। তাদের সেই আক্বিদাহ, তাদের সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে প্রসারিত করতে তারা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা জমিয়াতুল মোদার্রেছীন যারা করি তারা প্রত্যেকেই কোনো না কোনো দরবারের সাথে জড়িত আছি।
১৯৮৩, ৮৪, ৮৫ সালে তিনবার মরহুম মাওলানা এম এ মান্নান সাহেবের সাথে হজ্বের সফরে সঙ্গি হওয়ার সুযোগ হয়েছিল। বাগদাদে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি বলেন, আমি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিবের দায়িত্ব ২০০৩ সালে নিয়েছিলাম। তখনি আমাকে মরহুম মাওলানা এম এ মান্নান সাহেব নির্দেশ দিয়েছিলেন সর্বপ্রথম ছারছীনা দরবার শরীফে গিয়ে জেয়ারত করে কার্যক্রম শুরু করার। আমি তার হুকুম মান্য করে জেয়ারত শেষেই জমিয়তের কাজ শুরু করি।
আমাদের বর্তমানের প্রধান পৃষ্ঠপোষক ছারছীনা দরবার শরীফের গদিনশীন পীর সাহেব শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব আমাকে বলেন, এক জায়গায় যেতে হবে। অতঃপর তার নির্দেশে পটুয়াখালীর দ্বীনিয়া মাদরাসায় আমার সফর অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাথে, মাদরাসার শিক্ষার ও মাদরাসা শিক্ষার উন্নয়নের সাথে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠার জন্য ছারছীনা দরবার শরীফের যে সম্পর্ক বা অবদান তা অতুলনীয়। এছাড়াও সেখানকার হুজুরদের মাদরাসা শিক্ষার প্রতি ও মাদরাসা শিক্ষার উন্নয়নের প্রতি যে আন্তরিকতা, দ্বীনি এলেম প্রচার-প্রসারের জন্য তার যে অবদান তা অনস্বীকার্য।
বর্তমানে দীনিয়া মাদরাসার সাথে জড়িত থেকে যারা সহযোগিতা করছেন প্রতিনিয়ত তারা শুধু মাদরাসাকেই সহযোগিতা করছেন না বরং এটা আমাদের ধর্ম, দ্বীন ইসলামকে সহযোগিতা করা আর একটি সুন্দর সমাজব্যবস্থা গঠনে সহযোগিতা করা। আমাদের নেতা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে ও আমাদের ছারছীনার পীর সাহেব হুজুরের পৃষ্ঠপোষকতায় ও ফুলতলী পীর সাহেব হুজুরের সঙ্গে নির্দলীয়ভাবে আমরা আলেম সমাজ ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
উক্ত কমপ্লেক্সের সভাপতি, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ নিউজ এ্যজেন্সির (বিএনএ) সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও কমপ্লেক্সের পরিচালক প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে ও মুদীর মাওলানা মুফতি মো. সাকিব মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক দীন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্ট্যাডি বিভাগের চেয়ারম্যান প্রফেসার ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ