রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের গুরুদাসপুরের বরইয়ের এলাকা খ্যাত মামুদপুর গ্রামে বরই বাগানে শত্রুতা করে কেটে ফেলা হয়েছে ২০টি গাছ। এটি হোসেন খলিফার ছেলে মো. লিটনের বাগান। বাগানে উন্নত জাতের আপেল ও বারমাসি নারিকেল কুল ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। লিটনের সন্দেহ পূর্ব শত্রুতার জেরে গতকাল শনিবার ভোর রাতে তার দাদা সাবেক পুলিশ কর্মকর্তা ইউসুফ খলিফার কেয়ারটেকার মো. শামসুল এ ঘটনা ঘটিয়েছে। তবে শামসুল এ অভিযোগ অস্বীকার করেছেন। কালাম সরদার, জিল্লুর ড্রাইভার, শামীম ফকিরসহ স্থানীয়রা জানান, লিটনের বংশে জমিজমা নিয়ে বিরোধ আছে। হয়তো তাদের মধ্যে কেউ এ ঘটনা ঘটাতে পারে। অন্য কারো সাহস নেই তাদের বরই বাগান ধ্বংস করে। গাছের সাথে শত্রুতা কেউ ভালো চোখে দেখছে না।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে ইউসুফ ও লিটনদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।