Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

নাগরিক সংবর্ধনা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী এসএম আব্রাহাম লিংকনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘একুশে পদক ২০২২’ প্রদান করায় তার নিজ জেলায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে কুড়িগ্রাম নাগরিক সংবর্ধনা কমিটি। কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সরকারি কলেজের উপাধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, এনজিও এসোসিয়েশনের (কেনা) সাধারণ সম্পাদক মানিক চৌধুরীসহ অন্যান্য বিশিষ্টজন। শেষে পদকপ্রাপ্ত লিংকনকে কুড়িগ্রাম প্রেসক্লাব, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন কলেজসহ সাংস্কৃতিক ও অন্য সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার প্রায় ২ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


বসতঘর ভস্মীভূত
চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাইগাতা গ্রামের দয়াল দের বাড়িতে গতকাল দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থরা হচ্ছেন লিটন দে, ছোটন দে, কৃঞ্চ দে, অঞ্জলী দে, রঞ্জিত দে, সুজন দে, সুমন দে’র বসত ঘর। সুজন দে’র ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অগ্নিকান্ডে তাদের নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র সম্পূর্ণ ভীস্মভূত হয়েছে। ক্ষতিগ্রস্থরা সবাই শ্রমিক। বর্তমানে তারা খোলা আকাশের নিচে দিন যাপন করছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেন ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


৬ জুয়াড়ি আটক
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
গতকাল শনিবার ভোরে বিরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে জোতবানি ইউনিয়নের একইরহাট এক নামক স্থানে আব্দুল আলীমের মুদির দোকানের স্টোর রুমে অভিযান চালিয়ে স্টোর রুমে গোপনে জুয়া খেলার সময় সাত জুয়াড়ি নগদ ৪২ হাজার টাকাসহ জুয়ার খেলার সরঞ্জামাদি পুলিশ উদ্ধার করে।
বিরামপুর থানার ওসি সুমান কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে একই এলাকার মাহমুদ হাসান (৩৫), আমজাদ হোসেন (৪০), আব্দুল আলিম (৩৮), মোতালেব হোসেন (৪৫), সোহেল রানা (৩৫), রাব্বানী (৪০), আলতাফ হোসেন (৩৮), আটক করে। তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় জুয়া খেলায় আইনে মামলা হয়েছে।


৫ দোকান পুড়ে ছাই
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাইয়ে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। চা দোকানের রুটি তৈরির তুন্দুল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি চা দোকান এবং ৩টি মুদি দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শনিবার ভোর রাত সাড়ে ৩ টার সময় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চৈতন্যেরহাটের ভোরের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ বাজারের চা দোকানি মো. খোকনের চা দোকান থেকে আগুনের লেলিহান শিখা পাশের মফিজুর রহমানের মুদি দোকান, হোরা মিয়ার চা দোকান, আমজাদের মুদি দোকান ও নুরুল হুদার মুদি দোকানে ছড়িয়ে পড়ে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা। এই বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ