Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলায় ৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত-১ এক এর বিচারক মো: হারুন অর রশীদ শেরপুরের নালিতাবাড়ীর চাঞ্চল্যকর ভিডিও পর্ণোগ্রাফি মামলার এক রায়ে নির্যাতিত মহিলার স্বামীসহ ৫জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আজ ৭ নভেম্বর দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় দেয়া হয়।
আদালত সূত্রে জানাযায়, বিগত ২০১৪ সালের ১৭ জুলাই শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম দাম্পত্য কলহের কারণে নিজ স্ত্রীকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে নিয়ে যায় এবং ভাড়া করা সন্ত্রাসী যুবকদের দিয়ে তার স্ত্রীকে শ্লীরতাহানী করায়। একই সাথে তার স্ত্রীকে উলঙ্গ করে মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করে। এ ঘটনাটি জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে তার স্ত্রী বাদী হয়ে পর্ণোগ্রাফী আইনে ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে। ঘটনাটি প্রমানিত হওয়ায় নারী নির্যাতন মামলায় ইতিপূর্বে স্বামী নজরুল ইসলামসহ ৪জনের বিরুদ্ধে ৭বছর করে সাজা হয়। পর্ণোগ্রাফি মামলাটিও প্রমানিত হওয়ায় ৭নভেম্বর বিজ্ঞ বিচারক আসামী সফিকুল ইসলামকে দুটি ধারায় ১২ বছর ও এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা, সালাম ও মনো মিয়াকে ৭বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, মোস্তফাকে ৫বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা, স্বামী নজরুল ইসলামকে ৩ বছরের জেল বা কারাদণ্ড প্রদান করে। আদালতের ঘোষিত জরিমানার টাকা আদায় হলে তা মামলার বাদীকে প্রদান করারও নির্দেশ দেয় আদালত। এ রায়ে বাদী ও রাষ্ট্র পক্ষের আইনজীবী গোলাম কিবরিয়া বুলু সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ