বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডোমারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ই মার্চ শনিবার বিকাল ৫টায় ডোমার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল ডোমার বাটার মোড় পৌছালে বাধা দেয় পুলিশ, পরে শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি মিলনায়তনের নিচে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
ডোমার পৌর বিএনপি'র সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশে দ্রব্যমূল্যে উর্ধ্বগতি ৬০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা, ৩০ টাকার চিনি ২০০টাকা, ৬ টাকার সাবান ৪০ টাকা, ৬ টাকার লবন ৪০ টাকা। কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নেই। ন্যায়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২০২৩ সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার আপ্রান চেষ্টা চালাতে হবে।
উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, এ নিশি রাতের সরকার টালমাটাল হয়েছে। পুলিশ প্রশাসন দিয়ে জনগনের আন্দোলন দাবীয়ে রাখতে চায়।
তিনি আরোও বলেন, আমরা জনগন আমাদের কথা বলার অধিকার রয়েছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে আমরা প্রতিবাদ করবই। এই ফ্যাসিস সরকার জনগনের সরকার নয়, তাই জনগনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সকল ধরনের অন্যায় রুখতে তিনি সকলকে নির্ভয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবতাবুজ্জামান আজাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার আলম তিতুমীর, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম পাপ্পু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।