Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থ আত্মসাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৬:৪১ পিএম

ফেসবুক ও ইউটিউবের ভাইরাল তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকাশ নিবির নামে এক সাংবাদিক। শুক্রবার (৪ মার্চ) আনুমানিক রাত ১০ ঘটিকায় হাতিরঝিল থানায় এই জিডি করেন আকাশ। জিডি নাম্বার ২২৩।

অভিযোগে জানানো হয়, ‘বিবাদী ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’ উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম।

ওই সাংবাদিকের আরও অভিযোগ, ধারের টাকা চাইতে গেলে উল্টো তাকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন হিরো আলম।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন নানা কারণে সারা বছর আলোচনায় ও বিতর্কে থাকা হিরো আলম। তার দাবি, ‘এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য থানায় আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি গান প্রকাশ করেন হিরো আলম। যার কথা লিখেছেন আকাশ। এর আগে ভালোবাসা দিবসে ‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গেয়েছেন হিরো আলম। এই গানের ভিডিও নির্মাণ করেছেন আকাশ।



 

Show all comments
  • Ashish verma ৬ মার্চ, ২০২২, ৫:২৪ এএম says : 0
    হিরো আলম একজন অভিনেতা এবং তেলপোকাও পাখি। রাম সাগল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ