Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর পুঠিয়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৬:৩০ পিএম

রাজশাহীর পুঠিয়ার গন্ডগোহালী গ্রামে হোসনেয়ারা খাতুন ওরফে প্রান্তি (১৬) নামে এক কিশোরী বধূর লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কিশোরীর পিতা-মাতা, ভাইসহ পরিবারের ৫ সদস্যকে পুলিশ হেফাজতে নিয়েছে। মৃতের বাবার নাম হাসানুজ্জামান।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই কিশোরীর গত বছর পরিবারের অ’মতে পৌরসদর এলাকার কাঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। তবে প্রান্তি মাঝে মধ্যে তার দাদা নাজিম উদ্দীন দুদু’র বাড়িতে বেড়াতে আসতো।

প্রান্তির বাবা হাসানুজ্জামান বাবু বলেন, কিছু দিন আগে মেয়ে আমাদের এখানে বেড়াতে আসে। এরপর গত বৃহস্পতিবার মেয়েটি লোকমুখে শুনেছে, তাকে তালাক দেয়া হয়েছে। এ খবর শোনর পর সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। মেয়েটির মুখোমন্ডল ধুলোবালি ও কয়েক স্থানে আঘাতের চিহ্ন কিভাবে এলো এমন প্রশ্নে তিনি কিছুই জানেন না বলে জানান।

থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, মেয়েটি আত্মহত্যা না হত্যাকান্ডের শিকার তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। অপরদিকে, জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের বাবা-মা, দাদা-দাদী ও তার ভাইকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ