Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের মানববন্ধন ও সমাবেশ

২০ মাসেও বেতন-ভাতা পাননি

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যলয়ে নিয়োগ প্রাপ্ত ১৭জন দপ্তরী কাম-প্রহরী নিয়মিত ডিউটি করার পরও ২০মাস যাবৎ বেতন ভাতা না পাওয়ায় আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

মানববন্ধন ও সমাবেশে আসা ভুক্তভোগীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্বরক অনুযায়ী ধামরাই উপজলা নির্বাহী অফিসার পূর্বে বাদ পড়া ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেন।

এ পদের বিপরীতে অধিক প্রার্থী আবেদন ও করে। পরে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য মৌখিক ও লিখিত পরীক্ষা ও নেয়া হয়। প্রার্থী যাচাই বাচাইয়ের পর গত বছরের ১৬ মার্চ ১৭ জনের নিয়োগ চুরন্ত করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম রফিকুল ইসলাম। এ নিয়োগের অনুলিপি স্থানীয় এম পি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, জেলা পপ্রাথমিক শিক্ষা অফিসার সহ নানা দপ্তরে ও পাঠিয়ে দেয়া হয়।
উক্ত পদে নিয়োগ চুরান্ত হওয়ার পর গত বছরের ২১মার্চ প্রার্থীরা তাদের স্ব স্ব বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে যোগদান করেন।

গত ২০মাস ধরে সরকারী বিধিমোতাবেক ডিউটি করলে ও এখন পর্যন্ত কোন বেতন ভাতা পায়নি। ফলে ১৭জন দপ্তরী কাম প্রহরী তাদের পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছে। বিদ্যালয়ে ডিউটি করায় তারা অন্য কোথাও কাজকর্ম করতে না পারায় বারতি উপার্জন ও করতে পারছে না। ফলে তাদের মা বাবা ভাই-বোনদের নিয়ে কোথায় দাঁড়াবে গন্তব্য খোজে পাচ্ছে না।
মাস আসলেই প্রথম সপ্তাহে শিক্ষরা বেতন পেলে ও তাদের ভাগ্যে জোটছে না বেতন। তাই মাসের পর মাস উপজেলা শিক্ষা কর্মকর্মার কাছে ধরণা ধরে কোন প্রতিকার ও পায়নি। শুধু শিক্ষা কর্মকতৃার ধিক্কারই শুনতে হচ্ছে তাদের।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ