Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রও আশা করে বাংলাদেশে গণতন্ত্র আরো শক্তিশালী হবে : বার্নিকাট

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৪:০৭ পিএম, ৭ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে নির্বাচনে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট সাংবাদিকদের এ কথা বলেন। সকালে রাজধানীর বনানীতে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন বার্নিকাট। পরে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না।

একই কথা বলেছেন ওবায়দুল হক। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনের ফল যাই হোক না কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অপরিবর্তিত থাকবে।

বার্নিকাট বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনগুলোতে সুসম্পর্ক আরো বাড়বে। পাশাপাশি দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে আজ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রও আশা করে বাংলাদেশে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। গণতন্ত্র শক্তিশালী করতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ