বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাঁচবিবি উপজেলা সংবাদদাতা : বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবির অধিনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা ৪ টি মোটরসাইকেলসহ ভারতীয় উন্নতমানের শাড়ি-কাপড় উদ্ধার করেছে। এ ব্যাপারে বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
হাটখোলা ক্যাম্পের নায়েক সুবেদার আকবর আলী জানান, ক্যাম্পের বিজিবির সদস্যরা রবিবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার রতনপুর মন্ডলপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে শাড়ি-৫৭৮ পিস, থ্রীপিস-৬০ পিস, মোটরসাইকেল-৪ টি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।
অপর দিকে একই রাতে কয়া ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাড়ি-২৪০ পিস, তাস (কার্ড)-৬৭ বান্ডিল, সাইকেল-১টি উদ্ধার করেন। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে বিজিবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো. মোস্তাফিজার রহমান ঘটনার কথা স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।