Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ : বর ও মেয়ের বাবাকে জেল

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১০ম শ্রেণির স্কুল ছাত্রী মোসা. সালেহা খাতুন (১৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উমরপুর গ্রামের লাল মোহাম্মদের মেয়ে ও ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া মোসা. সালেহা খাতুনের সাথে বড় হাদিনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে জালাল উদ্দিনের সাথে বাল্যবিয়ে রোধ করা হয়। এ সময় মেয়ের বাবা লাল মোহাম্মদ ও বর জালাল উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ