Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পরিপেক্ষীতে আজ বিমান বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি বসানো হয়েছে। যাত্রী ছাড়া কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ এ তথ্য জানান।

আজ সকাল সাড়ে এগারোটায় সিভিলএভিয়েশন সদর দপ্তরে গতকালের হামলার ঘটনা নিয়ে এক বিশেষ জরুরি বৈঠক চলছে। সিভিলএভিয়েশনসহ বিমান বন্দরে কর্মরত সবকয়টি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।

তবে হামলাকারী সিহাবের কোন পরিচয় এখন পযর্ন্ত নিশ্চিত করে জানাতে পারেনি আইন শৃংখলাবাহিনী।

বর্তমানে পুলিশ প্রহরায় হামলাকারী শিহাবের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ