Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাকরি জাতীয়করণের দাবি

কুলাউড়ায় শিক্ষকদের মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি চাকরি জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। গত বৃহস্পতিবার কর্মসূচিতে উপজেলার ৩৫টি প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল আহমদ, হাজিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান শেফুল ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা মুজিববর্ষে দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ