Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উদ্যোগে স্থানীয় ১৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা কে. এম. আই. খলিল, বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস সরকার, ক্রীড়াবিদ কামরুল হাসান গরিব, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিবউদ্দীনসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ। সম্মাননা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীরগাথা ইতিহাস ও বঙ্গবন্ধুর অবস্মরণীয় অবদান তুলে ধরেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ