Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনাকে বাংলার জনগন এক মিনিটও ক্ষমতায় দেখতে চায় না

রামগতিতে বিএনপির প্রতিনিধি সভায় শামীম

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৪:১২ পিএম | আপডেট : ৪:২৯ পিএম, ৪ মার্চ, ২০২২

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন,শেখ হাসিনাকে বাংলার জনগন এক মিনিটও ক্ষমতায় দেখতে চায় না।জাতীয়াতাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই ঐকবদ্ধ হলে এই সরকার বেশীদিন ক্ষমতায় থাকতে পারবেনা। এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার। এই ফ্যাসিবাদী সরকারের বিদায়ের ঘন্টা বাজানো হবে ইনশাআল্লাহ। তিনি বলেন,চোর ডাকাতের চিকিৎসা বিদেশে হয়।কিন্তু তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয়না।এ অবৈধ সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে।

জনগনের আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদ জিয়াকে মুক্ত করা হবে। (আজ শুক্রবার) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারস্থ সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দীন নিজানের বাসভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামগতি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সভা উদ্বোধন করেন
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দীন সাবু, রামগতি উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দীন নিজান,
জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার,হারুনুর রশীদ ভিপি হারুন,লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব,
রামগতি উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন,রামগতি পৌরসভা বিএনপিসাধারণ সম্পাদক মুর্তজা আল আমীন।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা উপজেলা এবং পৌরসভার নেতাকর্মীরা।বক্তারা বলেন,এই সরকার বিনা ভোটে ক্ষমতায় গিয়েছে।তারা জনগনের মতামতকে উপেক্ষা করে পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে আছে। এই ভাবে আর কতদিন থাকবেন? জনগনের আন্দোলনের দাবানলে আপনারা পালানোর পথ পাবেননা।
প্রতিনিধি সভা চলাকালীন সময়ে প্রচুরসংখ্যক পুলিশ সভাকে ঘিরে রাখলে বক্তারা পুলিশের এমন আচারণের কঠোর সমালোচনা করেন।

পরে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম লক্ষ্মীপুর জেলা বিএনপিকে রামগতি উপজেলা ও পৌর শাখা বিএনপির কমিটি গঠন সহ নানা দিকনির্দেশনা দিয়ে যান



 

Show all comments
  • jack ali ৪ মার্চ, ২০২২, ৫:২৬ পিএম says : 0
    We don't any body in our country to rule except a Muslim Leader who will rule our sacred mother land by Qur'an only then we will be able to live without fear of genocide, enforced disappearance, corruptions, chadabazi by Awami gunda, rape, looting our hard earned tax payers money and many more myriad of crime committed by this enemy of Allah ruler.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ