বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইউক্রেনের অলিভিয়া সমুদ্র বন্দরে আটকে পড়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের ফয়সাল আহমেদ সেতু। ফলে তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ নামে জলজাহাজে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের মধ্যে ওই জাহাজের ডেক ক্যাডেট ফয়সাল আহমেদ সেতুও রয়েছেন। সে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া কৈপাল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদের ছেলে।
সেতুর পিতা ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মোবাইলফোন ম্যাসেঞ্জারে তার ছেলের সাথে কথা হয়েছে। কথা হওয়ার সময় ছেলেকে সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছে। ছেলে বলেছে সে ভাল আছে, তার জন্য দুঃশ্চিন্তা না করতে। তারপরও এ অবস্থায় মনটাকে বুঝ দিতে পারছিনা। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। ফারুক আহমেদ আরো জানান, ছেলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলেছেন। গত ৪মাস আগে সেতু নৌ জাহাজে বেশ কয়েকটি দেশে যাওয়ার পর ইউক্রেনে গিয়ে আটকে পড়েছে বলে উল্লেখ করেন সেতুর পিতা ফারুক আহমেদ।
বাংলার সমৃদ্ধি নামে এমভি জাহাজে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলার ঘটনায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। বুধবার রাতে জাহাজটিতে হামলা চালানো হয়। ওই জাহাজে বর্তমানে ২৮জন বাংলাদেশী আটকে পড়ে। তবে তারা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র মারফত জানা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।