বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জে ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে মায়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ননী গোপাল রায়ের ছেলে ক্যান্সার আক্রান্তÍ হয়ে অমল রায় (৪৮) ওইদিন সকাল সাড়ে ছয়টায় মারা যান। এ ঘটনায় সকাল সাড়ে সাতটার দিকে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা শোভা রায় (৮০)। অমলের প্রতিবেশী কামাল হোসেন জানান, অমল রায় ওরফে হাম্বু আর তার ভাই বিমল রায়ের লেছড়াগঞ্জ বাজারে বাইসাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন।
বয়ড়া ইউপি ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ছেলের মৃত্যুশোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।