বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় ১০ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। খুলনার সোনাডাঙ্গা থানাধীন পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক আসামিরা হচ্ছেন, বাগেরহাট কচুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. সালাউদ্দিন শেখ ও একই এলাকার মৃত নেছারউদ্দিন শেখের ছেলে মো. একরাম শেখ।
র্যাব জানায়, গত বুধবার রাতে সোনাডাঙ্গার পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরি চক্রের মূলহোতা মো. সালাউদ্দিন শেখ ও মো. একরাম শেখকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।