Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপু-জয়ের ‘ট্র্যাপ’র মহরতে একসঙ্গে কাঞ্চন-জায়েদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৮:৪১ পিএম

মুক্তির আগেই অপু-জয় জুটির ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে। এরই মাঝে আবারও জুটি বেঁধেছেন 'ঢালিউড কুইন' খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। ‘ট্র্যাপ’ শিরোনামের সিনেমায় দেখা যাবে এই জুটিকে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) এফডিসিতে অনুষ্ঠিত হলো সিনেমাটির মহরত। এ সময় শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা দুজনেই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন।

শুভ কামনা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আমি বলে আসছি- সিনেমার উন্নয়ন কাজে থাকবো। সিনেমার শুরু এবং মুক্তির সময় প্রাচরণায় অংশ নেব। তারই ধারাবাহিকতায় ব্যস্ততা থাকা সত্ত্বেও জায়েদ খানকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস-জয় চৌধুরীর নতুন এই সিনেমার মহরত অনুষ্ঠানে হাজির হয়েছি।’ এসময় ইলিয়াস কাঞ্চন সিনেমার সাফল্য কামনা করেন।

জায়েদ খান বলেন, আমি সব সময় বলি আমার মাথার উপর চারটি পিলার। শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল ভাই। এবারের কমিটিতে তারা ছাড়া আরও আছেন সিনিয়র শিল্পী অঞ্জনা রহমান, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, অমিত হাসান, মৌসুমী, সাইমন, জয়সহ অনেকেই। আমার মনে হয় এবারের মতো শক্তিশালী কমিটি শিল্পী সমিতিতে আর কখনো হয়নি। অপু-জয়ের নতুন সিনেমার জন্য শুভকামনা।

অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার সায়েন্স ফিকশন ধাঁচের গল্পের সিনেমায় অভিনয় করছি। গল্পটিতে দারুণ মেসেজ রয়েছে। এই সময়ে হ্যাকিং-এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে। আশাকরি, দর্শকদের গল্পটি পছন্দ হবে।'

চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে।’

সায়েন্স ফিকশন ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করছেন দ্বীন ইসলাম। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই এফডিসিতে শুরু হয়েছে এর শুটিং। মহরতের মাধ্যম সিনেমাটির ১ম লটের শুটিং শুরু হয়। যা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রথম দুদিন এফডিসি, এরপর ঢাকার উত্তরায় ক’দিন শুটিং করে আবার এফডিসিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ