বিকেলে পর্দা উঠছে বইমেলার
পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- প্রতিপাদ্যে অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ বুধবার (১
বই বিক্রি আর বই বিক্রি
এটাই মেলার এখন বড় খবর
১৭ মার্চ পর্যন্ত মেলার সময় বাড়ানোর ফলে প্রকাশক ও বিক্রেতারা বেজায় খুশি। গতবার তারা লসের মুখ দেখে ছিলেন। এবার তার উল্টো। এবার বই বিক্রি অতীতের যে কোনো মেলা থেকে বেশি হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।
ফাহিম ফিরোজ
মৃত লেখক আবার জেগে ওঠেন
হুমায়ূন আহমেদ সেই কবেই মারা গেছেন; কিন্তু পাঠক তার বইগুলো ভুলেনি। সৈয়দ শামসুল হক, আল মাহমুদের ক্ষেত্রেও তাই। তদের বই অনেক বিক্রি হচ্ছে; কিন্তু মেলায় তাদের কোনো প্রচার নেই। একশ্রেণির মানুষের ধারণা, লেখক মরে গেলে তার বইও বিক্রি ও মরে যায়। এটা ভুল ধারণা। ওমর হোসেন নামের এক পাঠক বলেন, এসব মৌলিক লেককের বই পাঠক হাতে পেলেই কিনে। এদের সৃষ্টির মৃত্যু নেই।
ফাহিম ফিরোজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।