বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের লেকচারার সাধন চন্দ্র স্বর্ণকারকে যৌতুক আইনে দায়ের হওয়া মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত। সমন পেয়ে আজ বৃহষ্পতিবার দুপুরে জামিনের আবেদন জানালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মোঃ আবু হুরায়রা সোহেল বলেন, ২০২০ সালের ৮ জুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্ণকারের মেয়ে পূজা স্বর্ণকারের সাথে একই এলাকার যুগল কৃষ্ণ স্বর্ণকারের ছেলে সাধন চন্দ্র কর্মকার এর রেজিস্ট্রিকৃত ভাবে বিয়েবিবাহ হয়। বিয়ের সময় সাধন চন্দ্রকে খরচ বাবদ দুই লাখ টাকা মেয়ের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়। বিয়ের সময় তাকে ঘরের ফর্ণিচার ও মোটরসাইকেল কিনে দেওয়া হয়। এরপর আরও পাঁচ লাখ টাকার জন্য পূজাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন সাধন। এতে কাজ না হওয়ায় প্রায়ই তাকে মারপিট করতন। সর্বশেষ গত ৭ জানুয়ারি তাকে মারাপট করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখে তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
৩১ জানুয়ারি পূজা বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন। আদালতে উপস্থিত হওয়ার জন্য আসামি সাধন চন্দ্র কর্মকারের বিরুদ্ধে সমন জারি করে। আজ বৃহস্পতিবার জামিন নেওয়ার জন্য উপস্থিত হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।