Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসল্লিকে কোপানো মামলার আসামি বিমানবন্দরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৩ এএম

কুমিল্লায় নামাজরত মুসল্লি সোলায়মানকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রফিক দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ তাকে গ্রেফতার করে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে শবে মেরাজের রাতে কুমিল্লার বুড়িচংয়ের একটি মসজিদে নামাজরত সোলায়মানকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। তিনি আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবিষয়ে বুড়িচং থানায় আপন দুই ভাই মো. রফিক ও মো. সুমনকে যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ১ মার্চ মামলা দায়ের করা হয়। ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী মো. রফিক কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন এবং গত মঙ্গলবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেক ইন কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে। পরে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রধান অভিযুক্ত রফিকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ। অভিযুক্তের নামে থাকা মামলায় রফিককে কুমিল্লা জেলা পুলিশের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। মামলার ২ নাম্বার আসামি সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাকেও গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ