বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের কচুয়ায় নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মো: সজীব মোল্লা নামের এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা উপজেলা থেকে তাকে খুলনা র্যাব-৬ এর একটি দল গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ মার্চ) বিকেলে সজীব মোল্লাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গিরচর এলাকা থেকে শকিজুল ওরফে টিপু (২৩) নামের অপর এক আসামীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
এর আগে ঘটনার দুই দিন পর গত শুক্রবার গভীর রাতে এজাজুল মোল্লাকে(২১) গ্রেফতার করে পুলিশ। প্রযুক্তির সহায়তা নিয়ে পার্শ্ববর্তী শাখারীকাঠি গ্রাম থেকে তাকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় এপর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকার কামরাঙ্গিচর এলাকা থেকে শকিজুল ওরফে টিপুকে গ্রেফতার করেছে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে র্যাব মো: সজীব মোল্লা নামের আরেক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় পিতামাতা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা কৌশলে' ঘরে ঢুকে ওই স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।