Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পানি, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৭:০৩ পিএম | আপডেট : ৭:০৩ পিএম, ২ মার্চ, ২০২২

রাজশাহীতে পানি, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ সীমাহীন আর্থিক দুরাবস্থায় আছে। কারোনার মহামারিতে অনেক মানুষ কাজ হারিয়েছে, আয় কমেছে অনেকে পরিবারের। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমাগত ভাবে বেড়েই চলেছে। নতুন করে ভোজ্য তেল, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দাম আরো বাড়ানোর পায়তারা চলছে। দাম বাড়লে সাধারণ মানুষের জীবন আরও কষ্টকর হয়ে উঠবে। সকল পণ্যের দাম না কমালে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ