Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে শহীদ মিনারের জায়গা দখল করে কাউন্সিলরের বাড়ি নির্মাণ

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৩:০৫ পিএম

নীলফামারীর সৈয়দপুরে স্কুলের শহীদ মিনারের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। শহীদ মিনার চত্বরে বাড়ি নির্মাণের এমন অভিযোগ ৯নং ওয়ার্ড সংরক্ষিত পৌর কাউন্সিলর ইয়াসমিন আরার বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল মঙ্গলবার (১মার্চ) স্কুল কর্তৃপক্ষের বাধার মুখে কাজ বন্ধ রেখেছেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে কাউন্সিলর ইয়াসমিন আরা দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, জায়গাটি রেলওয়ের হলেও জনৈক একজনের কাছ থেকে কিনে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি। আগে টিন দিয়ে টিনের বেড়া ছিল এখন শুধুমাত্র সেটি পাকা করা হচ্ছে।

জানা যায়, শহরের হাতীখানা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালে শহীদমিনারটি নির্মাণ করা হয়। অবাঙ্গালী অধ্যুষিত এলাকা হওয়ায় একটি মহল শুরু থেকেই শহীদ মিনাটির বিরুদ্ধে অবস্থান নেন। শহীদ মিনারের পাশেই রয়েছে পৌরসভার ডাস্টবিন।

গতকাল ওই কাউন্সলির শহীদ মিনারের জায়গা দখল করে রাতের আাঁধারে পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, শহীদ মিনার চত্বরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের বিষয়টি স্কুল কমিটিকে জানানো হয়েছে। কমিটির বাধার পরিপ্রেক্ষিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, বিষয়টি শোনার পর স্থানীয় লোকজনসহ বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত ওই নারী কাউন্সিলর সেটি অপসারণ করবেন বলে আমাদের আস্বস্ত করেছেন। বিষয়টি পৌর পরিষদকেও জানানো হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ