Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ বছর পর দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন ১৫ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

২১ বছর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে করা দুর্নীতির মামলায় ১৫ আসামির সবাইকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তারা সবাই দোকানগ্রহীতা। এই মামলায় আরেক আসামি ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি মৃত্যুর আগেই মামলা থেকে অব্যাহতি পান।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ অভিযোগ গঠনের শুনানি শেষে সব আসামিকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন। দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ বলেন, ২০১৮ সালে এই মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় আদালত সিটি কর্পোরেশনের কাছে দুদকের মাধ্যমে দোকানগ্রহীতারা কোন ক্ষতিপূরণ পেয়েছিলেন কি না, তাদের অন্যত্র দোকান বরাদ্দ দেয়া হয়েছিল কি না জানতে চান। সম্প্রতি কর্পোরেশন থেকে জানানো হয়, দোকানগ্রহীতাদের কোন ক্ষতিপূরণ দেয়া হয়নি। অভিযোগ গঠনের শুনানিকালে আসামিরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
১৯৯৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নগরীর মুরাদপুর এলাকায় সিটি কর্পোরেশন বাস টার্মিনালের যাত্রীছাউনিতে ২৩টি দোকান বরাদ্দ দেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। বরাদ্দের আগে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে মনগড়াভাবে এসব দোকানের দাম নির্ধারণ করার অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে ২০০২ সালের ১৩ অক্টোবর কোতোয়ালি থানায় এই মামলা করেন। তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি মহিউদ্দিন চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। বাকি আসামিরা দোকানের গ্রহীতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ