রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভবিষ্যতে উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এক সময় আসবে যখন দেশ সমাজ তথা রাষ্টের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকের ছেলে মেয়েদের হাতেই ন্যস্ত হবে। তাই ভবিষ্যাত উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং উন্নত জাতি গঠনে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম। এসব কথা বলেন কুমিল্লা-৫ আসনের এমপি এড. আবুল হাসেম খান। তিনি গতকাল বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু তাহের। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আখন্দ, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দীন, বুড়িচং মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. কবির হোসেনসহ অন্যান্য স্কুল ও মাদরাসার সুপার ও শিক্ষকগণ। বিভিন্ন ইভেন্টে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মো. ফারুক আহাম্মদ, মো. কামরুল হাসান, আবু ইউসুফ, ইকবাল হোসেন, সালমা আক্তার, আলেয়া বেগম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।