বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব পৌরসভার দিঘলদী আমতলা বাজার এলাকায় বালিবাহী ট্রাকের চাপায় হাসনা বানু (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ ১ মার্চ মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই দিন সকালে দিঘলদী আমতলা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চালক রাসেল জায়গা ভরাটের বালির কাজ করছিলেন। ওই বৃদ্ধ মহিলা বাড়ী থেকে বেরিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। ট্রাক চালক বালি ফেলে ট্রাকটি পিছনে রাস্তায় উঠার পথে পথচারী ওই মহিলা পিছনের চাকায় পিষ্ট হয়। এতে সে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত বৃদ্ধা পথচারী দক্ষিণ দিঘলদী গ্রামের দুলাল গাজী বাড়ির মৃত সিদ্দিক গাজীর স্ত্রী। ঘটনার পরপরই চালক রাসেল ট্রাকসহ পলাতক রয়েছে। তার বাড়ী পৌরসভার বরদিয়া এলাকায়। ট্রাকের মালিক একই গ্রামের বৈদ্য বাড়ীর মৃত খোরশেদ বৈদ্য খুশুর ছেলে। ট্রাক চালক একই বাড়ীর শুক্কুর গাজীর জমি ভরাট করছিল। বিষয়টি স্থানীয় কাউন্সিলর মীমাংসার চেষ্টা করছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নিহত ওই পথচারী বৃদ্ধার লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।