Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ছাতকে অনির্দিষ্টকালের জন্য দলিল লিখক সমিতির কর্মবিরতি শুরু

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ৪:৫৫ পিএম

সুনামগঞ্জের ছাতক সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (কলম বিরতি) পালন করছেন। মঙ্গলবার (১মার্চ) থেকে এ কর্মবিরতি শুরু হয়। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক উপজেলা শাখার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছিলেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা।

সমিতির নেতৃবৃন্দরা জানান, সাব-রেজিস্ট্রার ফখরুল ইসলাম ও সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী আবদুর রহিমের সাথে কার্যালয়ে ছাতক পৌর সভার মেয়রের বড় ভাই কামাল চৌধুরীর অশালীন আচরণ, হুমকি ও সরকারি কাজে বাঁধা প্রদান করেন। সোমবার বিকেলে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে দলিল লিখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারসহ একাধিক দলিল লিখক (ডিড রাইটার)কে অশ্লিল গালি-গালাজ, অপমান ও লাঞ্চিতসহ সরকারি কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে দলিল লিখক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারীর সাথে অশোভন আচরণ করেন। এতে তারা বিব্রতবোধ ও নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানান অফিস সহকারী। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। মৌখিক এ অভিযোগে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমান ছাতক অফিসে এসে তদন্ত করে এসবের কোনো সত্যতা পাননি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আবারও অফিসে আসেন কামাল চৌধুরী। তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসেই দলিল লিখকদেরকে অশালীন ভাষায় গালা-গাল করেন। এক পর্যায়ে কয়েকজন দলিল লিখকদের লাঞ্চিত করে সরকারি কাজে বাঁধা প্রদান করেন। এ ঘটনায় তাৎক্ষনিক বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি (কলম বিরতি) পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমিতির কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে দলিল লিখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দলিল লিখক সমিতির সদস্য রঞ্জিত কুমার চৌধুরী, খুরশিদ মিয়া, শফিকুল ইসলাম, আবদুস সাত্তার, মুহিবুল হক, নুরুল ইসলাম, ফয়ছল আহমেদ, বাকি বিল্লাহ, মুরাদ মিয়া, ওয়াছির আলী, আবদুল মমিন, আবদুস সালাম নোমান, আবদুল কাইয়ুম, নজমুল হোসেন, লিকছন দাস, সুমন মিয়া, কদর আলী, হিফজুল বারী শিমুল, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানান, বিষয়টি জেলা রেজিস্ট্রার, জেলা ও দলিল লিখক সমিতিকে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ