বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় কেরোসিনের আগুনে স্ত্রী খুকু মনিকে পুড়িয়ে হত্যার মামলায় ঘাতক স্বামী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গা আল-ফারুক মাদ্রাসা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি টিম। সে ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার সকালে র্যাব জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক মাদ্রাসা রোডে কামরুল ইসলাম স্বাধীন তার স্ত্রী খুকুমনিকে পারিবারিক কলহের জেরে মারপিট করে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন খুকু মনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ঢাকায় ভর্তি করে। খুকু মনি চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি মারা যান। এ বিষয়ে খুকুমনির মা শিউলি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক মাদ্রাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক মোঃ কামরুল ইসলাম স্বাধীন ওরফে কামরুলকে গ্রেফতার করে। গ্রেফতার স্বাধীনকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।