Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সঙ্গীর অভাবে ভয়ঙ্কর তাণ্ডব, দেয়া হচ্ছে মাদি হাতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১০:২৯ এএম

হঠাৎ তাণ্ডব চালাচ্ছে পুরুষ হাতি। কোন কিছুকে তোয়াক্কা করছে না। শহরের আশপাশের গাছপালা, চায়ের দোকান; সামনে যা পাচ্ছে সেসবের ওপর-ই আক্রোশ দেখাচ্ছে। হাতির মাহুত বলছেন, নারী সঙ্গীর অভাবেই এমনটা করতে পারে হাতিটি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেলায়। সেখানেই প্রদর্শনীর জন্য হাতিটি আনা হয়েছিল।

এদিকে, তাণ্ডব চালিয়ে রেললাইন ধরে শহর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরের মহেন্দ্রনগর বিলে অবস্থান নিয়েছে হাতিটি। বিলের পানি থেকে হাতি উদ্ধারে বনবিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে।

মাহুত মজিবর রমহান বলেন, হয়তো হাতিটির নারী সঙ্গীর কারণে এমন আচরণ করছে। বগুড়া থেকে একটি মাদি হাতি আনা হচ্ছে। রংপুরের বন বিভাগকেও খবর দেওয়া হয়েছে।

আমিনা বেগম নামের একজন বলেন, আমার দোকান ভাঙচুর করেছে। সকাল ১১টায় হাতিটি যখন প্রথম দড়ি ছিঁড়ে, তখন খবর দিলেও কেউ আসেনি।

সদর থানার ওসি শাহ আলম বলেন, হাতিটিকে শান্ত করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ