Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা কর্মশালা

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

বরগুনার স্বাস্থ্য সেবায় সমস্যা ও সংকট নিরসনে সেবা গ্রহণকারীদের নিয়ে পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগ পাঠশালা মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু। বাংলাদেশ হেলথ ওয়াচ’র স্বাস্থ্য বিষয়ক নাগরিক মঞ্চের সহযোগিতায় দিন ব্যাপী কর্মশালায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা ছাড়াও কমিউনিটি কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিষয় ভিত্তিক উপস্থাপন করেন হেলথ ওয়াচের সমন্বয়কারী মোর্শেদ আলম, প্রশিক্ষণ সমন্বয়কারী রাজেশ অধিকারী।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট, সীমাবদ্ধতা, অবকাঠামো, অংশ গ্রহনমূলক স্বাস্থ্য সেবায় সমস্যা, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবার উন্নয়ন নিয়ে ২০২২ সালের পরিকল্পনা গ্রহন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, শিল্পকলা একাডেমীর সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও সমন্বয়কারী আ. রহমান, স্বাস্থ্য ফোরামের সদস্য জাহাঙ্গীর কবীর মৃধা, নাসরিন সুমী, ডিউক ইবনে আমিন, পরিচালক জাগোনারী যুব স্বাস্থ্য ফোরামের আহবায়ক মালেক মিঠু, মো. হাসনাত, সভাপতি ইউনিয়ন যুব স্বাস্থ্য ফোরাম, ফাতেমা আক্তার কাজল, গবেষণা সম্পাদক যুব ফোরাম, আরিফুল ইসলাম রুবেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ