Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিড়ি শ্রমিকদের সমাবেশ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

বিড়ির ওপর শুল্ক প্রত্যাহার ও বিড়িশিল্প বন্ধে বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিড়ি শ্রমিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল সোমবার দুপুরে নগরীর চেম্বার ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশ বিপুল সংখ্যক বিড়ি শ্রমিক অংশগ্রহণ করেন।
রংপুর জেলা বিড়িশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি)।
বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, শ্রমবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯-২০১০ অর্থবছরের বাজেট বক্তৃতায় বিড়িতে শুল্ক কমিয়ে সিগারেটে শুল্ক বৃদ্ধির নির্দেশনা দেন। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে। বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ চেম্বার নেতৃবৃন্দের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ