রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়ায় নকল হারবাল ক্রিমের সরঞ্জামসহ মোল্লা উদ্দিন (৫৫) নামের একজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক মোল্লা উদ্দিন উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের আ. সামাদের ছেলে।
পুঠিয়া থানা সূত্রে জানা যায়, গত রোববার ভোর রাত প্রায় তিনটার সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে পুঠিয়া থানা পুলিশের একটি টিম মোল্লা উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতবাড়ির টিনের তৈরি ঘরের মেঝে হতে লতা হারবাল ক্রিম, পাতা হারবাল ক্রিম, ক্রিমের খালি কৌটা, ক্রিম তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮শ’ টাকা। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মোল্লা উদ্দিন গোপনে ভেজাল ক্রিম তৈরি করে আসছে। এই অভিযোগে প্রেক্ষিতে ভেজাল ক্রিম তৈরির সরঞ্জামসহ মোল্লা উদ্দিনকে আটক করা হয়। মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।