বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় কিশোরিকে ধর্ষণ মামলায় আব্দুস সামাদ প্রামানিক (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সামাদ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়ার বাসিন্দা।
রায়ে আরও ১ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে, অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর অতিরিক্ত পিপি আশেকুর রহমান সুজন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর অতিরিক্ত পিপি আশিকুর রহমান সুজন এবং আসামীপক্ষে আইনজীবি ছিলেন লুৎফর রহমান প্রামানিক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৭ জুলাই ধর্ষণের শিকার কিশোরি সওদা কেনার জন্য আবদুস সামাদের দোকানে যায়। এসময় পূর্বপরিকল্পিতভাবে কৌশলে মেয়েটিকে আব্দুস সামাদ তাঁর বাড়িতে পান পৌঁছে দিতে পাঠান। পথিমধ্যে বাঁশঝাড়ে ওৎ পেতে কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন ।
এ ঘটনায় কিশোরির বাবা বাদি হয়ে ওই বছরের ১৩ জুলাই কাহালু থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে কাহালু থানার উপপরিদর্শক
সুমন বড়ুয়া একই বছরের ২৭ সেপ্টেম্বর আব্দুস সামাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানী শেষে আদালত সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।