Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান, সেবার মান ও সংকট দূর হবে

কাপ্তাই (রাঙামাটি) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৫ পিএম | আপডেট : ৬:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২২

রাঙামাটি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ১০ জন নতুন চিকিৎসকের যোগদান করেছে। সোমবার (২৮ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২ তম বিসিএস ( স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে যোগদান করে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, ডাঃ ওমর ফারুক রনি ( আরএমও) যোগদানকৃর্ত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রাত্যহিক রোগীর চিকিৎসা সেবা দিতে এতদিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিল না। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট দূরীভূত হবে এবং সেবার মান বাড়বে।

ছবির ক্যাপশনঃ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে নতুন যোগদানকৃত চিকিৎসক এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ