Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৮ পিএম

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা ২০২২-এ আগত ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিদর্শনে আসেন।

সোমবার বেলা ১১টায় প্রতিনিধিদল ক্যাম্পাসে এলে শহীদ মিনার প্রাঙ্গনে ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাঁদের স্বাগত জানান।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালামসহ প্রক্টর, ছাত্র উপদেষ্টা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসক, রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া তাঁরা শহীদ স্মৃতি সংগ্রহশালাও পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদলটি শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। সেখানে প্রতিনিধিদলের পক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রামপ্রসাদ পাল ও পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসব আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ এইচ এম শামসুল আরেফিন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ Bangladesh 50 উপহার দেন। এছাড়া প্রতিনিধিদলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারক উত্তরীয় প্রদান করা হয়।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ