Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোর-কিশোরীর আত্মহত্যা

অসম প্রেমের পরিণতি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

চাঁদপুরে অসম প্রেমের পরিনতিতে কীটনাশক পান করে কিশোর-কিশোরী আত্মহত্যা করেছেন। গত শনিবার রাতে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা মামাতো ফুফাতো ভাই-বোন নিলয় (১৬) ও ফাহিমা (১২)। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিলয় কলসভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে এবং ফাহিমা কাশিমনগর গ্রামের মো. মোহনের মেয়ে।
পুলিশ জানায়, নিলয় ও ফাহিমার মধ্যে মনোমালিন্য হয়। এতে তারা কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে নেওয়ার পথেই ফাহিমা মারা যায়। অন্যদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় নিলয় মারা যায়।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, তাদের মৃত্যুর খবর শুনেছি। স্থানীয় ইউপি সদস্যকে খোঁজ-খবর নেয়ার জন্য বলা হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, দু’জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অপমৃত্যু। তবে আমরা ময়নাতদন্তের জন্য লাশ পাঠাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ