রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে রয়েছে বাংলাদেশ। দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে যেসব দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের রোল মডেল হিসেবে স্বীকৃতি মিলেছে।
গতকাল রোববার সকালে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ৯ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে দেবীরচর সেতুর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ ভোলা নির্বাহী প্রকৌশলী মোম নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী আবুল খায়ের সুমন। এরপরে ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ এই সেøাগান নিয়ে লালমোহন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত শ্রেণী কার্যক্রম উদ্বোধনী ও বই বিতরন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।